অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমানে সবচেয়ে সেরা আউটসোর্সিং মাধ্যম।
এক নজরে বিস্তারিত
পূর্ব প্রস্তুতি কেমন হওয়া উচিৎ?
অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হলে আপনাকে কিছু বিষয় আগে থেকে মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট, মৌলিক কাজে দক্ষ হওয়া, ইনভেস্টমেন্ট খাত সমূহ, শর্টকাট রাস্তা থেকে দূরে থাকা, হাল না ছেড়ে লেগে থাকা। এই বিষয়ে আমার একটা লেখা (অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার পূর্ব-প্রস্তুতি এবং বাজেট পরিকল্পনা) আছে।
সিরিজ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম
আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এমন মনস্থির করে থাকেন তাহলে আমাদের আমাদের সিরিজ টিউটোরিয়ালটি ফলো করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর সম্পূর্ণ বাংলা ভাষায় টিউটোরিয়াল শুরু করেছি। নিয়মিত টিউটোরিয়াল চলবে। আপনাদের থেকে সারা এবং সাপোর্ট পেলে সম্পূর্ণ টিউটোরিয়াল প্রকাশ করব যেগুলো ফলো করে আপনি চাইলে পুরাদমে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন।
কোন নিশ নিয়ে কাজ শুরু করা উচিত
অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে সবার প্রশ্ন থাকে; তা হচ্ছে কোন প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করা উচিত। অনেকে উপযুক্ত প্রোডাক্ট নির্বাচন করতে পারে না যার কারনে শুরুতেই ভুল পদক্ষেপ নিয়ে থাকে। আপনি যদি সঠিক প্রোডাক্ট নির্বাচন করতে ভুল করেন তাহলে ধরে নিন আপনি শুরুতেই ভুল পথে পা বাড়িয়েছেন। তাই আপনাকে সচেতনতার সহিত প্রোডাক্ট নির্বাচন করতে হবে।
অ্যামাজনের মূল ওয়েবসাইটের লিংক হচ্ছেঃ https://www.amazon.com
হোমপেইজ দেখে মনে করবেন না যে অ্যামাজনের প্রোডাক্ট এত কম কেন! আপনি অ্যামাজনের সকল প্রোডাক্টের লিস্ট দেখতে চাইলে হেডার অংশের ডিপার্টমেন্টে ক্লিক করতে পারেন।
অথবা সরাসরি https://www.amazon.com/gp/site-directory লিংকে অগ্রসর হতে পারেন। এর পর নিচের ছবির মত পূর্নাংগ লিস্ট দেখতে পাবেন।
এবার সাইট ডাইরেক্টরী থেকে দেখে নিন অ্যামাজনের কত হাজার ধরনের প্রোডাক্ট রয়েছে। তবে আমরা যে কোন প্রডাক্ট নিয়ে কাজ করব না। আমরা কাজ করব বাছাই করা কিছু প্রোডাক্ট নিয়ে।
যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না
a. যে সকল প্রোডাক্টের দাম 50 ডলারের কম এবং 500 ডলারের বেশী।
b. সিজনাল প্রোডাক্ট (যে সব জিনিস শুধু নির্দিষ্ট সময়ে বিক্রি হয়)।
c. সব ধরনের ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট।
যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন
a. যে সব নিশের ইউজার র্যাটিং গড়ে ১০ এর উপর।
b. যে সব প্রোডাক্ট দীর্ঘদিন চলে এসেছে এবং ভবিষ্যতে চলবে।
c. কাস্টমাররা যে সকল প্রোডাক্ট ইনস্টেন্ট কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারবে।
ব্যাখ্যাঃ 50 ডলারের নিচের প্রোডাক্ট নিয়ে কাজ করলে যে কমিশন পাবেন তা খুবই কম। তাই আপনাকে ভাল আয় করতে হলে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে। আবার 500 ডলারের প্রোডাক্ট কেউ দেখামাত্রই কিনবে না। কারণ, এইসব প্রোডাক্ট কিনার আগে ক্রেতারা অনেক কিছু চিন্তা-ভাবনা করে, বুঝে-শুনে কিনবে। আমরা যেমন কোন দামী পণ্য কেনার আগে একটু সময় নিয়ে ভাল করে দেখে শুনে বুঝে সিদ্ধান্ত নেই তেমনি অনলাইনেও কোন গ্রাহকরা দামী জিনিস কেনার আগে ভাল করে বুঝে শুনে কেনার সিদ্ধান্ত নেন।
ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট সময়ে সময়ে পরিবর্তনশীল। আপনি যদি ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কোন নিশ সাইট তৈরী করেন তাহলে প্রোডাক্ট মার্কেট আউট হয়ে গেলে আপনার সাইটে ভিজিটর পাবেন না। এছাড়া ইলেক্ট্রনিক্স প্রোডাক্টের কমিশন সব সময় 4% দিয়ে থাকে। কিন্তু অন্যসব প্রোডাক্টের ক্ষেত্রে 4% থেকে 8.5% পর্যন্ত কমিশন দিয়ে থাকে। তাই ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট নিয়ে কাজ না করাই বুদ্ধিমানের কাজ হবে।
নতুনদের জন্য উপযুক্ত ক্যাটাগরি সমূহ
বিভিন্ন মার্কেটারদের মতে নিম্নোক্ত চারটি ক্যাটাগরি নতুনদের কাজ করার জন্য ইতিবাচক ফলাফল আনতে পারে। এই ক্যাটেগরির প্রোডাক্টগুলো এভার গ্রীন (সব সময় ভাল চলে), কনভার্সন রেট, কমিশন গ্রোথ অনেক ভাল। ক্যাটাগরি গুলো হচ্ছেঃ
- Home, Garden & Tools
- Beauty, Health & Grocery
- Toys, Kids & Baby
- Sports & Outdoors
যদিও উপরের চারটি ক্যাটাগরির প্রোডাক্ট সমূহের উপর ভিত্তি করে অলরেডি অনেক নিশ সাইট তৈরী হয়েছে। এছাড়া নিম্নোক্ত ক্যাটাগরিগুলো নিয়েও কাজ করা যেতে পারে। এগুলোও সব সময় চলে এবং কনভার্সন রেট অনেক ভাল। দ্বিতীয় চয়েজ ক্যাটাগরি গুলো হচ্ছেঃ
- Clothing, Shows & Jewelry
- Handmade
- Home Service
- Automotive
কিভাবে সিড কীওয়ার্ড লিস্ট তৈরী করবেন?
প্রতিটি ক্যাটাগরিতে একাধিক সাবক্যাটাগরি থাকবে। আবার প্রতিটি সাবক্যাটাগরির অধীনে আরো একাধিক সাবক্যাটাগরি থাকে। সেই সাবক্যাটাগরিতে অনেক প্রোডাক্ট পাবেন। আপনাদের কাজ হচ্ছে মাইক্রো নিশ বা সর্বনিম্ন ক্যাটাগরি খুঁজে বের করা। নিচের চিত্রে অ্যামাজনের সাইট ডাইরেক্টরী থেকে একটা ক্যাটাগরি (Kitchen & Dining) নির্বাচন করলাম। এবার এই ক্যাটাগরির অধীনে সর্বশেষ ক্যাটাগরি পর্যন্ত একটা একক প্রোডাক্ট খুঁজে বের করব।
এবার আমরা Home, Garden & Tool মূল ক্যাটাগরি হতে Kitchen & Dining ক্যাটাগরিতে প্রবেশ করলাম। Kitchen & Dining এর অধীনে Backware ক্যাটাগরিতে প্রবেশ করলাম। এর অধীনে Backware & Casseroles ক্যাটাগরিতে প্রবেশ করলাম। এর অধীনে Back & Serve Sets পেলাম যাকে সর্বেশেষ নিশ বা মাইক্রো নিশ বলতে পারি।
এই মাইক্রো নিশকে সিড কীওয়ার্ড (Seed Keyword) বলে। এভাবে একটার পর একটা ক্যাটাগরি হতে মাইক্রো নিশগুলো নিয়ে একটি সিড কীওয়ার্ড লিস্ট তৈরী করবেন। এই সিড কীওয়ার্ড লিস্ট গুলো আপনাদের খুঁজে বের করতে হবে বায়িং কীওয়ার্ড। বায়িং কীওয়ার্ড সম্পর্কে পরবর্তী পর্বে আলোচনা করব।
সিড কীওয়ার্ড লিস্টটি করার জন্য আপনাকে অনেক সময় দিতে হবে। এই সিড কীওয়ার্ড লিস্ট হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং যাত্রার প্রথম মূলধন। এই মূলধন হতেই আপনাকে কাঙ্ক্ষিত কীওয়ার্ড খুঁজে বের করতে হবে। তাই কিছুতেই অবহেলা করা যাবে না।
নেক্সট টিউটোরিয়ালের বায়িং কীওয়ার্ড রিসার্চ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
মূল লেখাঃ এখানে