সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি ওয়েবকোড ইন্সটিটিউট এর পক্ষ থেকে। আমি সজীব রহমান আজ আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ এসইও টুলস এর রিভিউ নিয়ে। যা আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজে সব সময় লাগবে।
আজ যেসকল এডঅন্স নিয়ে কথা বলবো সেগুল হলোঃ
- SEO Quacke,
- PageRank Status,
- Moz Bar,
- WooRank,
- SEO SERP Workbench,
- SEO Global For Google Search,
- Majestic SEO Backlink Analyzer,
- Meta SEO Inspector,
- Alexa toolbar,
এবার দেখে নেয়া যাক কোন কোন এডঅন্স এর কি কি কাজ।

SEO Quake
এসইও তে ব্যবহৃত সবচেয়ে বেশি এবং জন্যপ্রিয় একটি এডঅন্স হলো SEOQuake। এই এডঅন্স আপানাকে দিবে সকল ধরনের এসইও প্যারামিটারের তথ্য। যেমনঃ একটি ওয়েবসাইট বা পেজের পেজ রেংক, এলেক্সা র্যাঙ্ক, ওয়েবসাইট এর পেজ ইনডেক্স এর সংখ্যা, ডোমেইন এর WHO IS এর সকল তথ্য সহ আরো অনেক কিছু। SEOQuake-এ সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি সরাসরি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ থেকেই পেয়ে যাবেন ওইসকল তথ্য এবং সাথে সাথে দেখে নিতে পারবেন সার্চ রেজাল্ট এ আসা ওয়েবসাইটগুলো কেমন অবস্থান রয়েছে। এই এডঅন্স বেশি ব্যবহৃত হয় কি- ওয়ার্ড কম্পিটিশন এনালাইসিস এর সময়। কারণ আপনি সার্চ রেজাল্ট পেজ থেকেই দেখতে পারবেন আপনার কীওয়ার্ড এর কম্পিটিটর ওয়েবসাইট গুলোর পেজ র্যাঙ্ক, পেজ ইনডেক্স ইত্যাদি। এর জন্য SEOQuake এডঅন্স এতো জনপ্রিয়।
ডাউনলোড লিংক
এসইও তে কাজ করার জন্য আরেকটি জরুরী এডঅন্স হলো PageRank Status। ওয়েবসাইট অথবা কোন নির্দিষ্ট একটি পেজের পেজর্যাংক দেখার জন্য এই এডঅন্স এর কোন জুড়ি নেই। এছাড়াও এই এডঅন্স আপনাকে জানাবে ওয়েবসাইট এর যাবতীয় তথ্য। যেমন আপনি এই এডঅন্স দিয়ে সহজেই দেখে নিতে পারেন ওয়েবসাইট এর এস ই ও স্ট্যাটাস, ট্রাফিক স্ট্যাটাস, সাইট এর সকল অন পেজ , নির্দিষ্ট পেজের সকল অনপেজ তথ্য এমনকি ওয়েবসাইটের পেজ লোড এর সময় ও পরিমাপ করতে পারবেন এই এডঅন্স দিয়ে।
ডাউনলোড লিংক
Moz Bar
আমার ব্যবহার করা এসইও এডঅন্স এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি এডঅন্স হলো MozBar এডঅন্স। আপনারা হয়তো জেনে থাকবেন ডোমেইন অথোরিটি, পেজ অথোরিটি কতটা গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট এর জন্য। আর আপনার সাইটের ডোমেইন অথোরিটি বা পেজ অথোরিটি প্রতি মুহূর্তের জানতে পারেন এই এডঅন্স ব্যবহার করে। এছাড়াও আপনি আপনার ওয়েবসাইট এর মোজ র্যাঙ্ক ও মোজ ট্রাস্ট কত তাও দেখে নিতে পারেন। পাশাপাশি অন্যান্য এসইও এডঅন্স এর মত সাইট এর অন পেজ এনালাইসিস এর অপশন রয়েছে এই এডঅন্স এ। আরো দেখে নিতে পারেন ওয়েবসাইট এর সোশ্যাল শেয়ারের অবস্থা।
ডাউনলোড লিংক
WooRank
WooRank একটি চমৎকার এসইও এডঅন্স যা আপনাকে দেবে ওয়েবসাইট এর সম্পূর্ণ অনপেজ আন্যালাইসিস এর তথ্য। আপনার ওয়েবসাইট শতকরা কত ভাগ এর মধ্যে এসইও স্কোর সেটা দেখে নিতে পারেন এই এডঅন্স ব্যবহার করে। এছাড়াও আপনি দেখতে পারবেন আপনার ওয়েবসাইট এর কোন কোন বিষয় গুলো আরো ভালো করতে হবে সার্চ ইঞ্জিন বান্ধব করার জন্য। মোট কথা আপনার ওয়েবসাইট এর এসইও অডিট এর জন্য WooRank একটি অতুলনীয় এডঅন্স।
ডাউনলোড লিংক
SEO SERP Workbench
SEO SERP Workbench হলো এমন একটি এডঅন্স যা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট এর র্যাংকিং ট্র্যাক করতে পারবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইট এর টার্গেটকৃত কীওয়ার্ড এ কোন পজিশন এ আছে সেটা দেখতে পারবেন। এমন কি আপনি আপনার কম্পিটিটরদের ওয়েবসাইট এর সাথে আপনার র্যাংকিং এর তুলনামূলক তথ্যও দেখে নিতে পারেন। ব্রাউজার থেকেই র্যাংকিং ট্র্যাকিং করা যায় বলে এই এডঅন্স বেশ কাজের ও জনপ্রিয়।
ডাউনলোড লিংক
SEO Global For Google Search
সার্চ রেজাল্ট অনেক সময় সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করে। যেমন “WordPress theme development Training” লিখে যদি google.com এ সার্চ দেয়া হয় তাহলে যে রেজাল্ট আসবে সেটা google.com.bd সার্চ ইঞ্জিনে সার্চ দিলে নাও আসতে পারে। কারণ সার্চ ইঞ্জিন গুলো লোকেশন বা দেশ অনুসারে সার্চ রেজাল্ট অনেক প্রদান করে থাকে। আর অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট নির্দিষ্ট একটি সার্চ ইঞ্জিনে এসইও করতে বলে। SEO Global For Google Search এই এডঅন্স এর প্রধান কাজ হলো খুব সহজেই এক দেশের সার্চ ইঞ্জিন থেকে আপনি অন্য দেশের সার্চ ইঞ্জিনে চলে যেতে পারবেন।
অর্থাৎ আপনি দেখতে পারবেন যে আপনার সাইট একটি নির্দিষ্ট দেশের সার্চ ইঞ্জিনে কেমন পজিশনে রয়েছে। এর জন্য আপনাকে এডঅন্স ইন্সটল করতে হবে এবং এরপর কীওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করে যে দেশের সার্চ ইঞ্জিনের রেজাল্ট দেখতে চান সেটা সিলেক্ট করে দিলেই হবে। প্রাথমিক ভাবে কয়েকটি সার্চ ইঞ্জিনের অপশন দেয়া থাকলেও আপনি নিজেই যোগ করে নিতে পারবেন অন্য গুলো।
ডাউনলোড লিংক
Majestic SEO Backlink Analyzer
আপনারা অনেকেই হয়তো নাম শুনে থাকবেন Majestic SEO এর। Majestic SEO হলে ব্যাকলিংক এনালাইজার ওয়েব টুলস। যেখানে আপনি আপনার ওয়েবসাইট এর ব্যাকলিংক, সিটিয়েশন ফ্লো, ট্রাষ্ট ফ্লো ইত্যাদি দেখতে পারবেন। সেই কাজটিই সহজ করে মাত্র এক ক্লিকেই করতে পারেন এই Majestic SEO Backlink Analyzer এডঅন্স দিয়ে।যা আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে।
ডাউনলোড লিংক
Meta SEO Inspector
এই এডঅন্সটি অনেক মজাদার! আপনার ওয়েবসাইট এর হেডার এ কোন সমস্যা আছে কিনা তা নিমিষেই পরীক্ষা করে নিতে পারেন। আপনার মেটা ট্যাগ থেকে শুরু করে Open Graph এ যে কোন ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে এই এডঅন্স দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে এডঅন্সটি ইন্সটল করে যে ওয়েবসাইটটি পরীক্ষা করবেন সেই ওয়েবসাইট ভিজিট করে এডঅন্স এ ক্লিক করুন। দেখবেন যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে তা Warning হিসাবে দেখাবে।
ডাউনলোড লিংক
Alexa Toolbar
আপনারা জানেন যে এলেক্সা একটি এনালাইটিক্স ওয়েবসাইট যারা সারা বিশ্বের ওয়েবসাইট গুলোর জনপ্রিয়তার উপর ভিত্তি করে একটি র্যাংক প্রদান করে। আর এই টুলবারটি ব্যবহার করা হয় দ্রুত সেই এলেক্সা দেখার জন্য। আপনার ওয়েবসাইটের এলেক্সা র্যাঙ্ক কত তা এই এডঅন্স এর মাধ্যমে দেখে নিতে পারবেন। এছাড়া আপনার ওয়েবসাইট এর পেজ ভিউ, কোন দেখের ভিজিটর বেশি এবং সেসকল দেশে আপনার ওয়েবসাইট এর র্যাংক সহ আরো বিস্তারিত কিছু জানতে পারবেন। এটি সরাসরি কোন এসইও টুল নয় তবে একটি এন্যালাইসিস ধরনের টুল। তাই এই টুল ব্যাবহার করা হয় নিজের এবং কম্পিটিটরদের ওয়েবসাইটের তথ্য বের করার জন্য।
ডাউনলোড লিংক