একটি নিস সাইট কীভাবে শুরু হয়, কীভাবে র্যাংক হয়, কীভাবে আর্নিং শুরু করে তা নিয়ে অনেক অনেক টিউটোরিয়াল আছে। ব্যাপক, বিস্তরই আছে। কিন্তু এখানে আমি জাস্ট একটা সামারি দেবো। যেটা আপনার মাথায় যদি গেঁথে রাখেন তাহলে পুরো প্রক্রিয়াটা সহজেই বুঝতে পারবেন। আর এটা খুবই জরুরি।
আমি কয়েকটা স্তরে, খুবই সংক্ষেপে বলবো:
আপনি নিস সাইট বানিয়ে ইনকাম করবেন পরিকল্পনা করছেন। এই প্রক্রিয়ার শুরুতে মার্কেট দেখুন। মার্কেট মানে আমাজন সাইটটি। সেখানে হাজার হাজার ধরনের প্রোডাক্ট আছে। সেগুলো থেকে দেখে দেখে স্থির করুন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। সেটা স্থির করুন।
প্রোডাক্ট বাছাইয়ের সময় লক্ষ্য রাখবেন: এই প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট এবং টুলস জাতীয় বিষয় আছে কিনা? যে প্রোডাক্টটা বাছাই করবেন সেটার রিভিউ দেখলেই বুঝবেন সেটা মার্কেটে কীরকম ডিমান্ড আছে?
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কীওয়ার্ড সিলেকশনে ভুল করলে সবই ভুল, সবই লস। সো সাবধানে কীওয়ার্ড বাছাই করবেন। সাধারণত এই প্রক্রিয়ায় কীওয়ার্ড বাছাই করলে লাভজনক হয়, সহজে র্যাংক করা যায়:
Cheap + Product Name/Keyword
কীওয়ার্ড বাছাই করার জন্য গুগল এডওয়ার্ডস, লংটেইল প্রো প্লাটিনাম ধরণের টুলসগুলো আপনার কাজে লাগতে পারে। কীওয়ার্ড বাছাইয়ের জন্য এই লেখাটি আপনার খুবই দরকার: https://marketever.com/keyword-research-amazon-niche/
কীওয়ার্ড ফাইনাল হলে ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলুন। এতে ডোমেইনের বয়স বাড়বে। ডোমেইন পুরানো হলে আরও ভালো। ডোমেইন কেনার সময় লক্ষ্য রাখবেন: আপনার কীওয়ার্ড সেম টু সেম যেন না হয়। এটাকে এক্সাক্ট ম্যাচ ডোমেইন বলে। যেটাতে গুগল পেনাল্টি খাওয়ার সম্ভাবনা থাকে। পারসিয়াল ম্যাচ ডোমেইন ভালো। অর্থাৎ আপনার কীওয়ার্ডের সাথে আংশিক মেলে এরকম কিছু।
আপনি যদি নিজে কনটেন্ট লিখতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি না পারেন তাহলে কনটেন্ট প্রোভাইডার থেকে নিতে পারেন। সেক্ষেত্রে কনটেন্ট অর্ডার দিয়ে ফেলুন আগেভাগেই। সাধারণত নিস সাইটের জন্য নিম্নোক্ত কনটেন্টগুলো হলেই হবে:
ইনফরমেটিভ আর্টিক্যাল: ৭-১০ টি, প্রতিটি ৫০০-১২০০ শব্দের
মোটামুটি এই কয়েকটি আর্টিক্যাল হলেই যথেষ্ট।
থিম: ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম অথবা ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে নিন।
3. Jetpack by WordPress.com
চাইলে আরও অনেক অনেক প্লাগিন ইন্সটল করতে পারেন। কিন্তু অযথা।
আপনার কনটেন্টেগুলো যদি ভালোভাবে সেটাপ করতে পারেন বিভিন্ন ট্যাগগুলো মেনে তাহলে অনপেজ এসইও নিয়ে আর আপনাকে ভাবতে হবে না। আর All in One SEO Pack প্লাগিনটা ভালো করে সেটাপ করে নিলে তো সোনায় সোহাগা। দ্যাটস এনাফ।
এখানে অনেক কাজ। উপরের কাজগুলো করতে আপনার সর্বোচ্চ এক মাস লাগবে। আর অফপেজ কাজের জন্য আপনার লাগবে ৩-৬ মাস। ভালো কাজ করলে হয়তো আরও কম লাগবে। কি কি করতে হবে? অনেক কিছুই। তবে কীভাবে কম কাজ করে দ্রুত সাইট র্যাংক করাতে পারবেন সেটাই বলছি-
- সোশ্যাল শেয়ার: ১৫-২০ টি সোশ্যাল নেটওয়ার্কে আপনার সাইটটি শেয়ার করুন। হোমপেজ বেশি করবেন। ভেতরের পেজ কম।
- সোশ্যাল প্রোফাইল: ১৫-২০ টি সোশ্যাল সাইটে প্রোফাইল তৈরি করুন যেখানে আপনার সাইটটির লিংক রাখা যাবে।
- সোশ্যাল বুকমার্ক: এটাও জরুরি।
- কোশ্চেন এন্ড আনসার সাইট: ইয়াহু আনসার এবং কৌরার মতো সাইট ইউজ করুন
- ব্লগ কমেন্টিং: বিভিন্ন এনকর টেক্সট এবং আপনার নিস সাইটের লিংক দিয়ে প্রতিদিন ৫-১০ টি ব্লগ কমেন্ট করবেন। অবশ্যই রিলেটেড ব্লগ।
- গেস্ট পোস্ট: আপনার নিস/কীওয়ার্ড রিলেটেড সাইট খোঁজে বের করুন যারা গেস্ট পোস্ট এলাউ করে। প্রতি মাসে অন্তত ৮-১০ টি গেস্ট পোস্ট সাবমিট করুন আপনার সাইটের লিংকসহ।
এরকমভাবে যদি কাজ করেন তাহলে মোটামুটি ১ মাসের মধ্যেই আপনার কীওয়ার্ড গুগলের ২ অথবা ৩ নাম্বার পেজে চলে আসবে। ২/৩ মাসের মধ্যেই প্রথম পেজে চলে আসবে যদি না গুগল সেন্ডবক্সে ধরা খান। অর্থাৎ শুরু করার ৪/৫ মাসের মাথায়ই আপনার ইনকাম শুরু হওয়ার সম্ভাবনা।